সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ৩১
রাজশাহী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩১ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা একজন, রাজপাড়া থানা তিনজন, চন্দ্রিমা থানা একজন, মতিহার থানা তিনজন, পবা থানা দুইজন, কাশিয়াডাঙ্গা থানা দুইজন, দামকুড়া থানা একজন ও ডিবি পুলিশ ১৮ জনকে আটক করে।
এরমধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১১.৫০ গ্রাম হেরোইন, ৫০ পিচ ট্যাপেন্টাডল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।