রাজশাহীতে দুই মামলায় আসামি শেখ হাসিনা
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ১৮০ জনকে অজ্ঞাতসহ ৩৪৫ জন আসামী করা হয় ।
সোমবার (২৬ আগস্ট) রাতে এই মামলা দুটি দায়ের করা হয়। জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার এবং ছাত্রদল কর্মী জাহিদ হাসান বাদি হয়ে এই মামলা করেন।
মামলায় উল্লেখ , ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা নতুন বাসস্ট্যান্ডে রাকিবের দোকান থেকে সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারকে হত্যার উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশি অস্ত্র ঠেকিয়ে উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারপিট করে।
অপরদিকে, ছাত্রদল কর্মী জাহিদ হাসানের কিশোরপুর বাজারে মুদিখানার ব্যবসা প্রতিষ্ঠানে ২০২৩ সালের ২৫ আগষ্ট সকাল ১১টায় আওয়ামী লীগের নেতামর্কীরা হামলা করে। এরপর সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন দিয়ে জালিয়ে দেয়া হয়। এ ঘটনায় জাহিদ হাসান বাদী হয়ে মামলা দায়ের করে।
বাঘা থানার ওসি আবু বাক্কার সিদ্দিক এ বিষয়ে বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।