সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিক্ষোভ
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
রাজশাহীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৈষম্যের বিরুদ্ধে ও চাকরি জাতীয়করনের একদফা , এক দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর সিএন্ডবি মোড় এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় থেকে অন্তত ৩০০ আনসার সদস্য এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিলটি কালেক্টরেট মাঠের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজ রোড থেকে সিএন্ডবি মোড়ে গিয়ে জমায়েত হয়। সেখানে আনসার সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে তারা বলেন, তারাও আইনশৃংখলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। তারা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন অফিসে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া জীবনের ঝুকি নিয়ে তারা নির্বাচনেও নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছেন।