সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবসপালিত
স্বপন বিশ্বাস, রাজবাড়ী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৫মার্চ) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এর কার্যালয়ে এসে শেষ করা হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা এর সভাপতিত্বে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রেজাউল করিম, সরদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুর রহমান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।