রাজনৈতিক জীবন শুরু প্রিয়াঙ্কা গান্ধীর
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
এবার রাজনীতির মাঠে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছেড়ে দেওয়া ওয়ানড় আসনে উপনির্বাচনে প্রার্থী হবেন সোনিয়াকন্যা। সোমবার (১৬ জুন) সংবাদ সম্মেলনে রাহুল, প্রিয়াঙ্কা ও সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে নিয়ে এ ঘোষণা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
২০২৪-এর লোকসভা ভোটে গান্ধী-গড় রায়বরেলি ও নিজের কেন্দ্র ওয়ানড়-দুটি আসন থেকেই বিশাল ব্যবধানে জিতেছেন রাহুল গান্ধী। একটি আসন তাকে ছাড়তেই হতো। রায়বরেলি রেখে ওয়ানড় ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। আর তাই ভাইয়ের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। এখান থেকেই শুরু তার রাজনৈতিক জীবন।
সংসদীয় রাজনীতিতে সোনিয়াকন্যার প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা চলেছে। বিশেষত বড় কোনো নির্বাচনের মুখে ভেসে আসে তার নাম। এতোদিন দলীয় অভ্যন্তরীণ বৈঠক, প্রচারে সক্রিয় থাকলেও সরাসরি ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কা এই প্রথম। ভাইয়ের ছেড়ে দেওয়া ওয়ানড় আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সোমবার (১৬ জুন) বৈঠকে এ ঘোষণার পর রাহুল বলেন, রায়বরেলি, ওয়ানড় আমায় যে ভালবাসা দিয়েছে, সারাজীবন মনে রাখব। প্রিয়াঙ্কা ওয়ানড় থেকে নির্বাচনে লড়বে। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি, সব পূরণ করা হবে। পদে না থাকলেও ওয়ানড়ের সাথেই থাকব।