রাজনীতিতে খালেদা জিয়ার ফিরে আসা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
রাজনীতিতে তিন দশকেরও বেশি সময় ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী। হাসিনা সরকারের পতনের পর মুক্ত গৃহবন্দী বিএনপি নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এক নজরে খালেদার উত্থান-পতন।
দীর্ঘদিন ‘দুই বেগমের যুদ্ধ’-এ আবর্তিত হয়েছে দেশের রাজনীতি। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পরদিন রাষ্ট্রপতি দেন মুক্তি দেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।
দুর্নীতি মামলায় ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। এরপর ২০২০ সাল থেকে অসুস্থতার কারণে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও গৃহবন্দিই ছিলেন খালেদা। এবার পেলেন স্থায়ী মুক্তি।
সামরিক অভ্যুত্থানে স্বামী ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে আসেন খালেদা জিয়া। প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের জন্য মসনদে বসেছেন। শেখ হাসিনার চির প্রতিদ্বন্দ্বী খালেদার বিরুদ্ধে অভিযোগ উঠেছে একের পর এক দুর্নীতি এবং ইসলামীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদত দেয়ার।
অসুস্থতার কারণে সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশ নেয়ার সুযোগ কম থাকলেও, অন্তর্বর্তী সরকারে খালেদা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে ধারণা।