রঙের উৎসব দোল পূর্ণিমায়
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। বাংলাদেশে এ উৎসবটি ‘দোলযাত্রা’, ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রা হয়।
সকাল থেকে সারা দেশে শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত এই উৎসব। আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করে হিন্দু ধর্মাবলম্বীরা।
ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়।
‘হোলি উৎসব’। এই উৎসবে, আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বী কচিকাঁচা থেকে তরুণ-প্রবীণ। হিন্দুধর্ম মতে, দ্বাপর যুগে এই দিনে মথুরার বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রেমিকা রাধার সঙ্গে এভাবে হোলি খেলেছিলেন। শাশ্বত সেই প্রেমকাহিনী বাঙালি-অবাঙালির হৃদয়ে আজও লালিত।
রাজধানীর পুরান ঢাকার শাঁখারি বাজারে হোলি খেলার প্রচলন এখনো রয়েছে। ‘হোলি’ বা ‘দোলযাত্রা’ উৎসব উপলক্ষে একে অন্যকে বর্ণিল রঙে রাঙিয়ে মাতোয়ারা হয়েছেন। এই উচ্ছ্বাসে মাতেন তরুণ-তরুণী থেকে শুরু করে ছোট-বড় সবাই।