যৌতুকের বলী গৃহবধূ, স্বামী ও দেবর গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ১০:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
যৌতুকের বলি হলো এক গৃহবধূ। এ ঘটনায় স্বামী ও দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাজারি হাট চত্বরে।
জানা গেছে, নীলফামারী সদর উপজেলার ফকির পাড়্রা গ্রামের বেলাল আলী শাহ ফকিরের মেয়ে আয়শা সিদ্দিকা বন্যার সাথে ২০২১ সালে সৈয়দপুর উপজেলার হাজারি হাট গ্রামের হুসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক বাদসার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তা রয়েছে।
নিহতের বাবা জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) আমার মেয়ে বন্যাকে তার স্বামী’ ও তার পরিবার সদস্যরা মানসিক-শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করে। সম্প্রতি আমার মেয়ে স্বামীর বেধরক মারপিট সহ্য করতে না পেরে স্বামীর ঘর-সংসার ছেড়ে চলে এসেছিল। তার ঘর সংসার বাঁচাতে তাকে স্বামীর ঘরে পাঠিয়ে ছিলাম। কে জানে স্বামীর নির্যাতনে মেয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি খুনির দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাহা আলম বাংলা টাইমসকে জানান, শুক্রবার (১২ জুলাই) সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরাদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পারিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে, এ ঘটনায় শুক্রবার (১২ জুলাই) রাতে নিহতের বাবা বেলাল আলী শাহ সফকির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত নিহতের স্বামী আবু বক্কর সিদ্দিক বাদশা ও তার ছেটভাই রাজাকে গ্রেফতার করা হয়েছে।