ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যৌক্তিক সময়ে নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যৌক্তিক সময়েই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দলের প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে ইসলামি দলগুলোর প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।

এ সময় নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে।

তারা আরও জানান, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা, দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়াসহ নির্বাচনী ব্যবস্থাসহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবি উপস্থাপন করেন তারা।

এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেন নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

এই মতবিনিময় সভায় ডাক পায়নি আওয়ামী লীগ, ১৪ দলীয় জোট, জাসদ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রীম পার্টিসহ (বি.এস.পি) আরও কয়েকটি দল।

তবে মতবিনিময় সভায় ডাক পেয়েছে খেলাফত মজলিস,লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি, জাতীয়বাদী সমমনা জোট, ১২ দলীয় জোট ও বাংলাদেশ জাসদ।

প্রথম মতবিনিময় সভা হবে খেলাফত মজলিসের দুই অংশের সাথে। খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। আরও থাকবেন ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মুনতাসীর আলী।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ। দলে থাকবেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জালাল উদ্দিন। গণফোরামের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। প্রতিনিধি দলে থাকবেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, মিজানুর রহমান, এসএম আলতাফ হোসেন,জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ।

অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টিক (এলডিপি) নেতৃত্ব দেবেন । তার প্রতিনিধি দলে থাকবেন ড. রেদোয়ান আহমেদ, নুরুল আলম তালুকদার, নেয়ামূল বশির ও আওরঙ্গজেব বেলাল।

জিএম কাদেরের নেতৃত্বে থাকবে জাতীয় পার্টি। প্রতিনিধি দলে থাকবেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মাশরুর মওলা, মজিবুর রহমান চুন্নু ও সাইফুদ্দিন আহমেদ মিলন।

জাতীয়বাদী সমমনা জোটের নেতৃত্বে দেবেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। প্রতিনিধি দলে রয়েন গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, জাগপার খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম।

১২ দলীয় জোটের নেতৃত্বে দেবেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, জাগপা একাংশের তাসমিয়া প্রধান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল।

শরীফ নুরুল আম্বিয়া বাংলাদেশ জাসদের নেতৃত্ব দেবেন । প্রতিনিধি থাকবেন নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, কাজীসদরুল হক।

কখন কোন দল মতবিনিময়ে বসবে-

বিকেল ৩টায় খেলাফত মজলিম ও বাংলাদেশ খেলাফত মজলিশ মতবিনিময়ে বসবে। এরপর বিকেল ৪টায় বসবে লিভারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)। একইদিন বিকেল পাঁচটায় মতবিনিময়ে বসবে জাতীয়তাবাদী সমমনা জোট। তারপর সন্ধ্যা ছয়টায় মতবিনিময়ে বসবে বাংলাদেশ জাসদ ও ১২ দলীয় জোট। সন্ধ্যা ৭টায় গণফোরাম ও জাতীয় পার্টি।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে আগামী দু’তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু হবে। তারপর জাতীয় নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

কয়েকদিন আগে থেকেই দলীয় কর্মসূচিতে অন্তর্বর্তকোলীন সরকারকে সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহবান জানিয়ে আসছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌক্তিক সময়ে নির্বাচন: প্রধান উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যৌক্তিক সময়েই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দলের প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে ইসলামি দলগুলোর প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।

এ সময় নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে।

তারা আরও জানান, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা, দুই বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়াসহ নির্বাচনী ব্যবস্থাসহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবি উপস্থাপন করেন তারা।

এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেন নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

এই মতবিনিময় সভায় ডাক পায়নি আওয়ামী লীগ, ১৪ দলীয় জোট, জাসদ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রীম পার্টিসহ (বি.এস.পি) আরও কয়েকটি দল।

তবে মতবিনিময় সভায় ডাক পেয়েছে খেলাফত মজলিস,লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি, জাতীয়বাদী সমমনা জোট, ১২ দলীয় জোট ও বাংলাদেশ জাসদ।

প্রথম মতবিনিময় সভা হবে খেলাফত মজলিসের দুই অংশের সাথে। খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। আরও থাকবেন ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মুনতাসীর আলী।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ। দলে থাকবেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জালাল উদ্দিন। গণফোরামের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। প্রতিনিধি দলে থাকবেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, মিজানুর রহমান, এসএম আলতাফ হোসেন,জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ।

অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টিক (এলডিপি) নেতৃত্ব দেবেন । তার প্রতিনিধি দলে থাকবেন ড. রেদোয়ান আহমেদ, নুরুল আলম তালুকদার, নেয়ামূল বশির ও আওরঙ্গজেব বেলাল।

জিএম কাদেরের নেতৃত্বে থাকবে জাতীয় পার্টি। প্রতিনিধি দলে থাকবেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মাশরুর মওলা, মজিবুর রহমান চুন্নু ও সাইফুদ্দিন আহমেদ মিলন।

জাতীয়বাদী সমমনা জোটের নেতৃত্বে দেবেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। প্রতিনিধি দলে রয়েন গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, জাগপার খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম।

১২ দলীয় জোটের নেতৃত্বে দেবেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, জাগপা একাংশের তাসমিয়া প্রধান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল।

শরীফ নুরুল আম্বিয়া বাংলাদেশ জাসদের নেতৃত্ব দেবেন । প্রতিনিধি থাকবেন নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, কাজীসদরুল হক।

কখন কোন দল মতবিনিময়ে বসবে-

বিকেল ৩টায় খেলাফত মজলিম ও বাংলাদেশ খেলাফত মজলিশ মতবিনিময়ে বসবে। এরপর বিকেল ৪টায় বসবে লিভারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি)। একইদিন বিকেল পাঁচটায় মতবিনিময়ে বসবে জাতীয়তাবাদী সমমনা জোট। তারপর সন্ধ্যা ছয়টায় মতবিনিময়ে বসবে বাংলাদেশ জাসদ ও ১২ দলীয় জোট। সন্ধ্যা ৭টায় গণফোরাম ও জাতীয় পার্টি।

সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে আগামী দু’তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে একটি রোডম্যাপ জনগণের সামনে পেশ করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু হবে। তারপর জাতীয় নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে পেশ করবেন প্রধান উপদেষ্টা।

কয়েকদিন আগে থেকেই দলীয় কর্মসূচিতে অন্তর্বর্তকোলীন সরকারকে সংস্কার ও জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহবান জানিয়ে আসছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।