‘যে যতোই প্রভাবশালী হোক দুর্নীতির তদন্ত হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দু’দককে স্বাধীনতা দেয়া হয়েছে। যে যতোই প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে বিচারের আওতায় আসবে।
রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার (১৮ জুন) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সশয় তিনি বলেন, দু’দককে স্বাধীনতা দেওয়া হয়েছে। কেউ দুর্নীতি করলে তদন্ত ও মামলা করার নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে তাদের। যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি, সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়বো কেন?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতির সমস্যা রয়েছে, তবে এই পরিস্থিতি সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
তিনি আরও বলেন, ঈদের দিনও বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি। মিয়ানমারের বিষয়ে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন সমুদ্র থেকে মিয়ানমারের জাহাজ সরে গেছে। আরাকান আর্মি তাদের সরকারের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের সার্ভভৌমত্বে কোথায় আঘাত হয়েছে মির্জা ফখরুলের কাছে জানতে চান তিনি।