যে কারনে খুন হলো বগুড়ার শীর্ষ সন্ত্রাসী সাগর
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
বগুড়ায় দুই শীর্ষ সন্ত্রাসীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- সাগর তালুকদার (২৯) ও তার সহযোগী স্বপন (২৮) ।
এরমধ্যে নিহত সাগর তালুকদার উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে। প্রতিপক্ষের সাথে পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৭ টার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্ত রাম দা, চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে খুন করে চলে যায়। এ সময় সাগরের অপর সহযোগি মুক্তার হোসেন (৩৬) গুরুতর আহত হয়েছে। সে শাবরুল কারিগর পাড়ার আনছার আলীর ছেলে। এরা সবাই স্বেচ্ছাসেবকলীগের কর্মি বলে জানাগেছে।
স্থানীয়রা আরও জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত শাবরুল এলাকায় খুন খারাবির ঘটনা ঘটে আসছিল। এর ধারাবাহিকতায় ৩ বছর আগে শাবরুল বাজারের মাছ ব্যবসায়ী স্বেচ্ছাসেবকলীগ নেতা শিহাব উদ্দিন বাবু এবং ১ বছর আগে প্রভাষক পারভেজ খুনের সাথে জড়িত সাগর তালুকদার। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন শুনেছি কর্মফল ভোগ করতে হয়।
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত বছর ২ সেপ্টেম্বর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাগর বাহিনীর সদস্যরা প্রকাশ্যে দিনের আলোতে কলেজ শিক্ষজ পারভেজকে কুপিয়ে হত্যা করেছিল। সেই কলেজ শিক্ষকের ক্ষত-বিক্ষত লাশ ও বাবা হারা সন্তানদের আহাজারি আমার আত্মা কাঁপিয়ে তুলেছিল এলাকাবাসীর। অবশ্য সেই সময় সাগর একটি অস্ত্র মামলায় বগুড়া জেলা কারাগারে ছিল। ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখাযায় সাগর ০১৩ কোডের একটি নাম্বার থেকে জেলে বসে তার বাহিনীর সদস্যদের কলেজ শিক্ষককে হত্যার নির্দেশনা দেয়। এমনকি ওই কলেজ শিক্ষক হত্যার দুই ঘণ্টা আগেও জেল থেকে সাগর তার বাহিনীর সদস্যদের সাথে মুঠোফোনে কথা বলে! পরে সবকিছু আদ্যপান্ত ধরে সাগরের ট্রাকের হেলপার থেকে শীর্ষ সন্ত্রাসী বনে যাওয়ার গল্প ৪ আগস্টে সমকালে ‘সাগর বাহিনীর ভয়ে ৫০ গ্রাম’ শিরোনামে তুলে ধরে একটি নিউজ হয়েছিল সে সময় ৷ রোববার সন্ধ্যায় তার করা হত্যা কায়দা অর্থাৎ সে যেভাবে হত্যা করতো ঠিক একই কায়দায় হত্যার নিজেই হত্যার শিকার হলো।
সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন খুনের বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক। তিনি বলেন, সন্ত্রাসী সাগর দীর্ঘদিন যাবত শাবরুল এলাকায় সন্ত্রাসী, চাঁদাবজি, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবজিসহ হাফ ডজন মামলা রয়েছে। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরেই এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) সরাফত ইসলাম জানান, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। সন্ত্রাসী সাগরের নামে হত্যা, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ ১৫/২০ টি মামলা রয়েছে।