যশোর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর উত্তর থানা উদ্যোগে অসহায় ও দু:স্থ ৮ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে দলীয় কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীও মজেলিশের শুরা সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল।
এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী আত্ম কর্মসংস্থান সৃষ্টি সহ একাধিক উদ্যোগ নিয়েছে এবং এই সব উদ্যোগের মধ্য দিয়ে আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বেকারত্ব দুরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কিছুটা হলেও সহায়ক হবে। জামায়াতে ইসলামী দেশকে সুখী, সমৃদ্ধ, আত্মর্ভিরশীল ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
অধ্যাপক গোলাম রসুল আরো বলেন,সবাইকে হালাল পথে উপার্জন করতে হবে। কারণ হালালে বারাকাহ পাওয়া যায়, হারামে তা নেই। আর হালাল উপার্জন হচ্ছে সর্বোত্তম জীবিকা। তিনি আত্মনির্ভরশীল ও হালাল পথে রোজগার করার জন্য সকলকে পরিশ্রমী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পৌর উত্তর থানার আমীর নূর-ই-আলী নূর মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা। আরোও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান, কর্মপরিষদ সদস্য বদরুজ্জামান, আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আব্দুল আহাদ প্রমুখ।