সংবাদ শিরোনাম ::
যশোরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে মানববন্ধন
শহিদুল ইসলাম দইচ, যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
যশোরে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে ৪১ পেয়ে চান্স পেয়েছে অথচ ৭৫ নম্বর পেয়েও চান্স হয়নি। অন্তর্র্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অতি শিগগিরই কোটা প্রথা বাতিল করে ফলাফল প্রকাশ করা হোক সেখানে যেন কোনো কোটা না থাকে।