যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ পালন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
A EC_0 1.2.67 Primo_S8_Mini_V03_07042022 FINGERPRINT: Walton/primo_s8_mini/primo_s8_mini:11/RKQ1.201105.002/Primo_S8_Mini_V03_15032022:user/release-keys HARDWARE: qcom HOST: vsm-build-svr01-pp ID: RKQ1.201105.002 IS_DEBUGGABLE: false IS_EMULATOR: false MANUFACTURER: walton MODEL: Primo S8 mini PERMISSIONS_REVIEW_REQUIRED: true PRODUCT: primo_s8_mini TAGS: release-keys TIME: 1649299927000 TYPE: user UNKNOWN: unknown USER: vsmart
রক্তাক্ত জুলাইয়ের শহীদদের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে পৃথকভাবে “শহীদি মার্চ” পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের একাংশের নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল ৪টায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের সিভিল কোর্ট মোড়, প্রেসক্লাব, চৌরাস্তা, দড়াটানা হয়ে শহীদ মিনারে গিয়েই শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই এবং আগস্টে স্বৈরাচার সরকার হটাতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ আন্দোলনে শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
অপরদিকে, বেলা ১১টার দিকে সংগঠনের অপর অংশের জেসিনা মূর্শীদ প্রাপ্তি, মাসুম বিল্লাহ, নূর ইসলামের নেতৃত্বে তিন শতাধিক শিক্ষার্থী প্রেসক্লাব যশোরের সামনে থেকে ‘শহীদি মার্চ’ শুরু করে।
তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা ছাত্র-জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে আন্দোলন চলাকালে নিহত ছাত্র জনতার স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করে কর্মসূচি শেষ হয়।