যশোরে জামায়াতের উদ্যোগে ছাগল ও সেলাই মেশিন বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অসহায়, বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমীর বেলাল হোসেন।
অনুষ্ঠানে পেশাজীবী থানার সভাপতি খন্দকার রাশেদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি আবু ফয়সাল, অফিস সেক্রেটারি গাওসুল আজম, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, মাওলানা আবুল কাশেম, আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ১৯ জন বিধবা মহিলাকে ছাগল, ৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে অর্থ সহায়তা ও ২ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।