সংবাদ শিরোনাম ::
যশোরে জামায়াতের শোকরানা নামাজ ও মিছিল
যশোর অফিস
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকারের পতনে যশোরে দুই রাকায়াত শোকরানা নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ ।
আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের ঈদগাহ মোড়ে এই শোকরানা নামাজে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
শোকরানা নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। পরে একই স্থান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাচড়া মোড়ে গিয়ে শেষ হয়।