যশোরে এক কোটি খেজুর বীজ রোপন কার্যক্রম উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে জেলায় এক কোটি খেজুর বীজ ও ১৫ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
শনিবার(৬ জুলাই) দুপুরে অভয়নগরের মালোপাড়ায় সাড়ে ৪ একর সরকারি জমিতে এক হাজার খেজুর চারা রোপণের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উপজেলায় ৩০ দিনে ৩০ লাখ খেজুরের বীজ ও ৩ হাজার চারা রোপণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উদ্যোগটি সফল হলে যশোরের হারিয়ে যেতে বসা খেজুর গুর ও রসের ঐতিহ্য আবারও ফিরে আসবে বলে মনের করছেন স্থানীয়রা ।
খেজুর গুড় জি আই সনদ প্রাপ্ত হওয়াই ও খাটি গুড়ের নিশ্চতায় এ পরিকপ্লনা নেওয়া হয়েছে। পাশাপাশি উদ্যোগটি সফল করতে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কথা জানিয়েছে জেলা প্রশাসন।
অভয়নগর উপজেলার পাশাপাশি জেলার বাকি ৭ উপজেলায় ১০ লাখ করে মোট ৭০ লাখ খেজুরের বীজ ও ১৫ হাজার চারা রোপণ করা হবে।