মৎস্য দপ্তরের অভিযানে চায়না দোয়ারি জাল ধ্বংস
- সংবাদ প্রকাশের সময় : ১০:১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
সদরপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্দোগে পোনা মাছ নিধনের অভিযোগে বিভিন্ন খালের মুখে আড়ায়ারি বাধ ধ্বংস ও চায়না দোয়ারি চাল পুরিয়ে ফেলা হয়। এসময় আড়ায়ারি বাধ দিয়ে পোনা মাছ নিধনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী মেজিষ্ট্রেট রুবানা তাজনিন।
জানা গেছে, উপজেলার শয়তান খালি ঘাট এলাকায় খালের মুখে আড়ায়ারি বাধে অভিযান চালিয়ে বাধ ভেঙ্গে ৮ টি চায়না দুয়ারি পুরিয়ে ফেলা হয়। পরে আকট ঘাট এলাকায় অভিযান চালিয়ে খালের মধ্যে আড়ায়ারি বাধ দিয়ে পোনা মাছ ধরার অভিযোগে বাধ ভেঙ্গে দিয়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও অংশ নেন-উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম জাহাঙ্গীর কবির এবং থানা পুলিশের টিম এবং মৎস্য অফিসের কর্মকর্তারা।
সদরপুর মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে আগামিতে এই অভিযান অব্যাহত থাকবে।