সংবাদ শিরোনাম ::
মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় বনশ্রী রেস্টুরেন্টকে জরিমানা
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে বাজারের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম বুধবার (১৩ মার্চ) বাজারের খাবার হোটেলসহ বিভিন্ন দোকানে অভিযান চালান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনশ্রী রেস্টোরেন্টে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
উপস্থিত সাধারণ মানুষ রেস্টুরেন্টে দূর্গন্ধ যুক্ত মাংস ও পচা আটা, মেয়াদোত্তীর্ণ কোকাকোলা উদ্ধার করায় আশ্চর্য হয়ে পড়েন এবং উপযুক্ত বিচার দাবি করেন। হোটেল ম্যানেজার আর এমনটা হবে না এই মর্মে আদালতে ক্ষমা প্রার্থনা করেন।
এসময় অফিসার ইনচার্জ সুমন তালুকদার,প্রকল্প বাস্তবাায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।