মেঘনায় ড্রেজার ডুবি: কেবিন থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
ভোলার মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় ৫ শ্রমিক নিয়ে ডুবে যাওয়া ড্রেজার আফসানা-১ এ মঙ্গলবার (৯ জুলাই) দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলো-ড্রেজারের মালিক নুরে আলম ও শ্রমিক সিয়াম আহমেদ।
এ ঘটনায় নিখোঁজ রয়েছে তিন শ্রমিক। তারা হলো-মোঃ আরিফুর ইসলাম, মোঃ হারুন ও তানজিল আহমেদ।
ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া জানিয়েছেন, গত রবিবার রাতে ভোলার মেঘনা নদীর গাজীপুর চর থেকে বালু উত্তোলনের সময় আফসানা-১ নামের ড্রেজারটি ৫ শ্রমিক নিয়ে ডুবে যায়। নিখোঁজ শ্রমিকদের বাড়ি সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে। নৌ-পুলিশ,ফায়ারসার্ভিস ও কোষ্টগার্ডের যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, নৌ-পুলিশ, ফায়ারসার্ভিস ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে ডুবে যাওয়া ড্রেজারের খোঁজ পান। কোষ্টগার্ডের ডুবুরি টিম সোমবার (৮ জুলাই) বিকালে মেঘনা নদীর তলদেশে ড্রেজারটির খোঁজ পেয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে মালিক পক্ষের ডুবুরি দল ড্রেজারের কেবিন থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ ৩ জনের সন্ধানে ডুবুরি দল অভিযান চালিে যাচ্ছে।
ভোলা ফায়ারসার্ভিসের উপ-পরিচালক মো. লিটন জানান, সোমবার ডুবে যাওয়া ড্রেজারের অবস্থান শনাক্ত করেছি। মঙ্গলবার ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, যেখানে ড্রেজারটি ডুবেছে, সেখানে তীব্র স্রোত। বালু কাটার কারনে গভীরতাও বেশী। তাই তাদের অভিযান পরিচালনা করতে কিছুটা সমস্যা হচ্ছে।