মুন্সীগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে শ্রমিক নুর মোহাম্মদ ওরফে ডিপজল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬ শতাধিক আসামি করা হয়।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে সদর থানায় নিহতের নানী শেফালী বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন । মামলায় ৩১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়।
মামলার অন্যতম আসামিরা হলো- সাবেক এমপি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হাজী মো. ফয়সাল বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ-৩ আসনের আরেক সাবেক এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।