মিয়ানমারের ছোড়া মর্টারশেলে রোহিঙ্গা যুবক নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ পয়েন্টের নাফ নদীতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা। রোববার (৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জোবায়ের (১৮) টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ হামিদের ছেলে। আহতরা হলো- মোহাম্মদ জাবের ও মোহাম্মদ শুক্কুর। তারা পেশায় কাঁকড়া শিকারি। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ হামলা করেছে।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গণি বলেন, নাফ নদীর জালিয়ার দ্বীপের আশপাশে কাঁকড়া শিকার করছিলেন তিনজন। এ সময় মিয়ানমার থেকে ছোড়া বোমার আঘাতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে আনার সময় মোহাম্মদ জুবায়ের মারা যান। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, নিহত জুবাইরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।