মাধবপুরে দুই নারী মাদক পাচারকারী গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশ বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক খানের নির্দেশনায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল মামুনে’র নেতৃত্বে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দ্বীন মোহাম্মদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় মাধবপুর মনতলা পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন টিএমএসএস (এনজিও) মাধবপুর দ্বিতীয় শাখার সামনের পাকা রাস্তার উপর চেকপোস্টের অভিযানে চালিয়ে ভারতীয় ৬০ কেজি গাঁজা উদ্ধার ও বহনকারী একটি সিএনজিসহ দুই মাদক পাচারকারী নারীকে গ্রেফতার করে পুলিশ।
আটক নারীরা হলো- সার বানু (৪০) ও হেলেনা আক্তার (৪০)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক পাচারকারী দুই নারীকে গ্রেফতার করে মামলা দায়ের করে হবিগঞ্জ জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।