মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল আলিম (২৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
সোমবার (১৭মার্চ) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।
দণ্ডিত আলিম জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকরিয়া ইউনিয়নের মির্জাপুর মুচড়াপাড়ার মোস্তফার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুরে কাশিপুর সড়কে অভিযান চালায় র্যাব। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ আলিমকে আটক করে র্যাব। ঘটনার পর দিন র্যাবের এসআই মো. আকরামুল হক বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস তদন্ত শেষে আলিমকে অভিযুক্ত করে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।