ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মাদক কেনাবেচার দ্বন্দ্বে মধু আর মঞ্জুকে হত্যা

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে পাবনা বাস টার্মিনালে মিলন হোসেন মধু আর মঞ্জু আলীকে কুপিয়ে হত্যা করে মাদক বিক্রেতা সম্রাট শেখ। এরপর পাবনা থেকে পালিয়ে আত্মগোপন করে সে। তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েছে পুলিশের জালে। হত্যাকাণ্ডে নিজেকে জড়িত থাকার বিষয়টি আদালতে স্বীকারও করেছে সম্রাট শেখ।

পাবনার চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িত আসামিকে গ্রেপ্তার করে এ তথ্য জানিয়েছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

গ্রেপ্তারকৃত সম্রাট শেখ (৪০) পাবনা সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত মিরাজ শেখের ছেলে। নিহত মিলন হোসেন মধু (৪৫) পাবনা পৌর সদরের পূর্ব শালগাড়িয়া মহল্লার মৃত আরমান প্রামানিকের ছেলে এবং মঞ্জু আলী (৪০) দক্ষিণ রাঘবপুর মহল্লার মৃত নুর আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনার পর পটুয়াখালী জেলায় পালিয়ে আত্মগোপন করে সম্রাট শেখ। জেলা গোয়েন্দা পুলিশ ও পাবনা সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৫ সেপ্টেম্বর ভোরে পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে জড়িত আসামী সম্রাট এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। মূলত মাদক ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এই ডাবল মার্ডার সংঘঠিত হয়েছে। আসামী সম্রাট শনিবার (৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে হত্যাকান্ডে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহজতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক কেনাবেচার দ্বন্দ্বে মধু আর মঞ্জুকে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে পাবনা বাস টার্মিনালে মিলন হোসেন মধু আর মঞ্জু আলীকে কুপিয়ে হত্যা করে মাদক বিক্রেতা সম্রাট শেখ। এরপর পাবনা থেকে পালিয়ে আত্মগোপন করে সে। তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েছে পুলিশের জালে। হত্যাকাণ্ডে নিজেকে জড়িত থাকার বিষয়টি আদালতে স্বীকারও করেছে সম্রাট শেখ।

পাবনার চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িত আসামিকে গ্রেপ্তার করে এ তথ্য জানিয়েছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

গ্রেপ্তারকৃত সম্রাট শেখ (৪০) পাবনা সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত মিরাজ শেখের ছেলে। নিহত মিলন হোসেন মধু (৪৫) পাবনা পৌর সদরের পূর্ব শালগাড়িয়া মহল্লার মৃত আরমান প্রামানিকের ছেলে এবং মঞ্জু আলী (৪০) দক্ষিণ রাঘবপুর মহল্লার মৃত নুর আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনার পর পটুয়াখালী জেলায় পালিয়ে আত্মগোপন করে সম্রাট শেখ। জেলা গোয়েন্দা পুলিশ ও পাবনা সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৫ সেপ্টেম্বর ভোরে পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে জড়িত আসামী সম্রাট এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। মূলত মাদক ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এই ডাবল মার্ডার সংঘঠিত হয়েছে। আসামী সম্রাট শনিবার (৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে হত্যাকান্ডে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহজতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।