মাদকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে বললেন এমপি আসাদ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
মাদকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ। মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় মোহনপুর থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে সভার তিনি এ কথা বলেন।
এসময় এমপি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর হতে হবে। কেউ যদি মাদক নিয়ে তদবির করে তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
এমপি আসাদ আরও বলেন, সব পুলিশ খারাপ নয়, সব পুলিশকে খরাপ বলা যাবে না। একটি সামজ যদি স্বচ্ছ হয় তবে সেই সমাজ স্বচ্ছ হবে।
রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন । এতে সভাপতিত্ব করেন মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল।
সভায় উপস্থিত ছিলেন, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক হেনা, কেশরহাট কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এনামুল হক,জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বেলাল সরকার, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।