মাঝরাতে গ্রিল কেটে ঘরে ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে
শহিদুল ইসলাম দইচ, যশোর : যশোরের ঝিকরগাছায় মধ্যেরাতে গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে ফেরদৌসী রহমান (৫০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
শনিবার (১৪ জুলাই) মধ্যেরাত আড়াইটার দিকে উপজেলার নির্নবাস খোলা ইউনিয়নের নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় নিহতের মেয়ে জান্নাতি খাতুনকে(১০) ও ছুরিকাঘাত করে আহত করেছে ওই দূর্বৃত্তরা।নিহত ফেরদৌসী নওয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, অঙ্গাতনামা চোর রান্না ঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্য ঘরে ঢুকতে পারে। চুরি করার ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে অজ্ঞাত দৃর্বৃত্তরা এতে ঘটনাস্থলেই তিনি মধ্যে মারা যান। এ সময় তার মেয়ে জান্নাতি মাওয়া (১০) কে ও ছুরিকাঘাত করে আহত করে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। আহত জান্নাতি পাশের বাসায় থাকা তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুনকে (৪০) জান্নাতি জানালে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী রহমান ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি ( অফিসার ইনচার্জ ) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ‘চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না, তবে গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সাথে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শক করেছেন। কি কারণে এ হত্যাকন্ড ঘটলো সেটি পুলিশ গভির ভাবে ক্ষতিয়ে দেখছ। এবং ঘটনার সাথে জড়িতদের আটকের পুলিশের একাধিক টিম কাজ করছে।
উল্লেখ্য, মেয়ে জান্নাতি মাওয়া যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি আছে।ডাক্তার শিশু সার্জারীর কনসালটেন্ট ডাক্তার শরিফুজ্জান রঞ্জু বলেছেন সে এখন আশঙ্কা মুক্ত।