সংবাদ শিরোনাম ::
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২
সুনামগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের পার্শবর্তী দেখার হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের তিনহালি বাড়ির চাঁন মিয়ার ছেলে জলাল মিয়া (৩৫) ও নোয়াগাইয়া বাড়ির নুরুল হক মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫) স্হানীয় দেখার হাওরে বজ্রপাতে মৃত্যু বরণ করেন।
জানা যায়,রোববার সকালে মাছ ধরতে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পশ্চিম পলিরচড় গ্রামে বাড়ির পার্শ্ববর্তী দেখার হাওরে গেলে এমতাবস্থায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে সাথে-সাথে দুইজন মৃত্যু বরণ করেন। একজন আহত অবস্থায় বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।