ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘ মহাসড়কে চলবে না ফিটনেসবিহীন যানবাহন’

মো. মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান বলেছেন, মহাসড়কে ফিটনেসবিহীন কোন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না । কোন প্রকার লক্কড়- ঝক্কড় মার্কা গাড়ি চলতে দেওয়া হবে না । অকেজো গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে । বিশেষ করে যারা এসব গাড়ির মালিক তাদের প্রতি অনুরোধ থাকবে- এই ধরনের গাড়ি যেন রাস্তায় না নামান ।

এ সময় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচলে চালকদের লেন সঠিক রেখে ও ট্রাফিক আইন মেনে যাতায়াত করার আহ্বান জানান তিনি । বৃহস্পতিবার( ৪ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু- ঢাকা মহাসড়ক পরিদর্শনকালে এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও যানজট নিরসনে মহাসড়কের গুরুতপূর্ণ মোড় ও পয়েণ্টে অতিরিক্ত পুলিশ চেকপোস্ট বসানো হবে । মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ সব সময় তৎপর। যাত্রাপথে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

তিনি বলেন, দুইটি কারণে মূলত বঙ্গবন্ধু সেতু- ঢাকা মহাসড়কে যানজটের সৃষ্টি হয় । এর মধ্যে বঙ্গবন্ধু সেতু দুইলেন হওয়া এবং টোলপ্লাজায় বুথের সংখ্যা কম থাকা ।

শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কগুলো ফোর লেন হওয়ায় যানবাহন তীব্রগতিতে এসে সেগুলো বঙ্গবন্ধু সেতুতে ধীর হয়ে যায় । এ কারণে সেতুর কাছে এসে যানবাহনের জট বাঁধে। তবে এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সর্বাত্মক সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) মো. শরফুদ্দিনসহ উর্র্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘ মহাসড়কে চলবে না ফিটনেসবিহীন যানবাহন’

সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান বলেছেন, মহাসড়কে ফিটনেসবিহীন কোন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না । কোন প্রকার লক্কড়- ঝক্কড় মার্কা গাড়ি চলতে দেওয়া হবে না । অকেজো গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে । বিশেষ করে যারা এসব গাড়ির মালিক তাদের প্রতি অনুরোধ থাকবে- এই ধরনের গাড়ি যেন রাস্তায় না নামান ।

এ সময় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচলে চালকদের লেন সঠিক রেখে ও ট্রাফিক আইন মেনে যাতায়াত করার আহ্বান জানান তিনি । বৃহস্পতিবার( ৪ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু- ঢাকা মহাসড়ক পরিদর্শনকালে এলেঙ্গা বাসস্ট্যান্ডে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও যানজট নিরসনে মহাসড়কের গুরুতপূর্ণ মোড় ও পয়েণ্টে অতিরিক্ত পুলিশ চেকপোস্ট বসানো হবে । মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ সব সময় তৎপর। যাত্রাপথে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

তিনি বলেন, দুইটি কারণে মূলত বঙ্গবন্ধু সেতু- ঢাকা মহাসড়কে যানজটের সৃষ্টি হয় । এর মধ্যে বঙ্গবন্ধু সেতু দুইলেন হওয়া এবং টোলপ্লাজায় বুথের সংখ্যা কম থাকা ।

শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কগুলো ফোর লেন হওয়ায় যানবাহন তীব্রগতিতে এসে সেগুলো বঙ্গবন্ধু সেতুতে ধীর হয়ে যায় । এ কারণে সেতুর কাছে এসে যানবাহনের জট বাঁধে। তবে এবারের ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সর্বাত্মক সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) মো. শরফুদ্দিনসহ উর্র্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।