মহাদেবপুরে গণধর্ষণ মামলায় ৭ জন গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামস্হ এক বাড়িতে একটি অজ্ঞাতনামা ডাকাত দল ডাকাতি করতে প্রবেশ করে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের চেইন, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। ডাকাতির একপর্যায়ে ঢাকার দলটি গৃহবধুকে জোরপূর্বক অপহরণ করে বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে ফাঁকা মাঠে নিয়ে ভিকটিমকে ডাকাতরা পর্যায়ক্রমে গণধর্ষণ করে। থানা পুলিশ খবর পেয়ে দ্রুত এলাকায় তল্লাশি চালিয়ে গ্রামবাসীর সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে। গত ৯ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা নং-১০। গণধর্ষণ ও ডাকাতির ঘটনার পরপর ঘটনার সাথে জড়িত ডাকাতদের সনাক্তকরণ, গ্রেপ্তার এবং লুণ্ঠনকৃত মালামাল উদ্ধারে মহাদেবপুর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি পুলিশ টিম গঠন করা হয়।
রোববার (১৩ জানুয়ারি) রাতে একাধিক সময় অতিরিক্ত পুলিশ সুপার,মহাদেবপুর সার্কেল জনাব জয়পুরত্র পালের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা তার টিম তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো: শরিফুল ইসলাম পচা (২৯), মো: তারেক হোসেন (২৬), মো:সোলাইমান আলী (৩৮), মো: রিপন আলী (৩০), মো: ফারুক হোসেন রকেট সর্দার(৩২), মো: সাগর হোসেন (১৯), মো: রুবেল সরদার (২৮) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো হাসিয়া উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের এরমধ্যে তিনজন বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।