মসজিদ কমিটির দ্বন্দ্বে খুন, ৯ আসামির যাবজ্জীবন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটির দ্বন্দ্বে খোকন আলী (৩৫) নামে একজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলো।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো- জিয়ারুল ইসলাম, রনি, শাহজাহান আলী সাজু, মিলন আলী, সেকেন্দার আলী, হায়দার আলী, ইমরান আলী, আশরাফ আলী ওফারুক হোসেন। তারা রাজশাহীর চারঘাট জোতকার্তিক এলাকার বাসিন্দা।
২০২২ সালের ৮ এপ্রিল রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামের মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন খোকন আলী। এ ঘটনার নিহত খোকন আলীর স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে চারঘাট থানায় ৩৮ জনের নামে মামলা দায়ের করেন।তদন্ত শেষে এজাহারে নাম আসে ২৭ আসামীর। এর মধ্যে মামলার বিচার চলাকালে আসাম মো. ইমাজ উদ্দিন মারা যান।