ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘মজুদদারের বিরুদ্ধে কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অতিরিক্ত খাদ্য মজুদ করে কেউ যাতে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে এজন্য মজুদদারের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বিএমআরই (সংস্কার কাজ) শেষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব একথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, সাইলোর মতো খাদ্য ভান্ডার ছিলো বলেই, সেগুলো সঠিকভাবে চালানো গেছে বলেই, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বড় সমস্যা অতিক্রম করতে পেরেছি। বড় বড় সংস্থাগুলো বলেছিলো দেশে দুর্ভিক্ষ হবে। আর সেই তালিকায় বাংলাদেশের নামও ছিলো। কিন্তু আমরা জনগণকে বুঝতে দেইনি। আমরা জানি পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকবে। আর সেই পেট ঠান্ডা রাখার ব্যবস্থাটা করে রাখা হয়েছিলো।

খাদ্যমন্ত্রী বলেন, এক সময় দেশে ৭ কোটি মানুষ ছিলো, তখন অনেকেই বাঁসি ভাত খেয়ে জীবন পার করেছে। এখন ধনীরা রুটি খায়, আর গরীবরা তিন বেলা ভাত খায়। ধনীরা রুটি খায় ডায়াবেটিসের ভয়ে, আর গরীবেরা ভাত খায় শক্তির জন্য।

মন্ত্রী বলেন, এখন বাংলাদেশে খাদ্যের কোনো কমতি নেই। তবে খাদ্যের পুষ্টির সমস্যা আছে। খাদ্যে যেনো কেউ ভেজাল না দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে প্রধানমন্ত্রী সেদিকেই এগুচ্ছেন এবং সেই নির্দেশনা দিচ্ছেন। তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এই বাংলাদেশকে ২০৪১ সাল নয়, ২০৩১ সালের মধ্যেই সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি মোঃ মঈন উদ্দিন মঈন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত মহা পরিচালক আবদুল্লাহ আল- মামুন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল করিম খান সাজু ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইলোর অধিক্ষক সিরাজুস সালেকিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘মজুদদারের বিরুদ্ধে কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে’

সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অতিরিক্ত খাদ্য মজুদ করে কেউ যাতে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে এজন্য মজুদদারের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বিএমআরই (সংস্কার কাজ) শেষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব একথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, সাইলোর মতো খাদ্য ভান্ডার ছিলো বলেই, সেগুলো সঠিকভাবে চালানো গেছে বলেই, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বড় সমস্যা অতিক্রম করতে পেরেছি। বড় বড় সংস্থাগুলো বলেছিলো দেশে দুর্ভিক্ষ হবে। আর সেই তালিকায় বাংলাদেশের নামও ছিলো। কিন্তু আমরা জনগণকে বুঝতে দেইনি। আমরা জানি পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকবে। আর সেই পেট ঠান্ডা রাখার ব্যবস্থাটা করে রাখা হয়েছিলো।

খাদ্যমন্ত্রী বলেন, এক সময় দেশে ৭ কোটি মানুষ ছিলো, তখন অনেকেই বাঁসি ভাত খেয়ে জীবন পার করেছে। এখন ধনীরা রুটি খায়, আর গরীবরা তিন বেলা ভাত খায়। ধনীরা রুটি খায় ডায়াবেটিসের ভয়ে, আর গরীবেরা ভাত খায় শক্তির জন্য।

মন্ত্রী বলেন, এখন বাংলাদেশে খাদ্যের কোনো কমতি নেই। তবে খাদ্যের পুষ্টির সমস্যা আছে। খাদ্যে যেনো কেউ ভেজাল না দেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে প্রধানমন্ত্রী সেদিকেই এগুচ্ছেন এবং সেই নির্দেশনা দিচ্ছেন। তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এই বাংলাদেশকে ২০৪১ সাল নয়, ২০৩১ সালের মধ্যেই সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি মোঃ মঈন উদ্দিন মঈন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত মহা পরিচালক আবদুল্লাহ আল- মামুন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল করিম খান সাজু ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইলোর অধিক্ষক সিরাজুস সালেকিন।