ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ বন্যার কবলে ১২ জেলা, ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে দেশের ১২ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে ৩৬ লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’দিনে চার জেলায় আটজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার থেকে ৮ জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহতা দেখা দেয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) আরও ৪ জেলাসহ ১২ জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যাকবলিত জেলাগুলো হলো-ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা,চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, লক্ষ্মীপুর, সিলেট, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্তদের সহায়তায় ৫ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে সেনাসদস্যরা।

এদিকে, বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে চট্টগ্রাম ও সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। যানবাহন চলছে ধীরগতিতে। বন্যাকবলিত অনেক এলাকায় বিদ্যুৎ নেই। মোবাইল টাওয়ারও অচল হয়ে পড়েছে। কার্যত ওই সব এলাকার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হঠাৎ বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরওপানিতে তলিয়ে গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জানান, দেশের বন্যাকবলিত জেলা ১০টি। আর প্রায় ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। বন্যায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, ২৪ পদাতিক ডিভিশন এবং ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছে। এ ছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে সেনাবাহিনীর ৫টি চিকিৎসা দল সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনী এখন পর্যন্ত প্রায় ৬ হাজার বন্যাদুর্গত মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে। পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে।

বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই পযৃন্ত ৮ জন মারা গেছে। এরমধ্যে কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে দুই জন, ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছে। পানির তোড়ে ভেসে যাওয়া কক্সবাজারে দুইজন নিখোঁজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভয়াবহ বন্যার কবলে ১২ জেলা, ৮ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০২:২৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে দেশের ১২ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে ৩৬ লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’দিনে চার জেলায় আটজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার থেকে ৮ জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহতা দেখা দেয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) আরও ৪ জেলাসহ ১২ জেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যাকবলিত জেলাগুলো হলো-ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা,চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, লক্ষ্মীপুর, সিলেট, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্তদের সহায়তায় ৫ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে সেনাসদস্যরা।

এদিকে, বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে চট্টগ্রাম ও সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে পানি। যানবাহন চলছে ধীরগতিতে। বন্যাকবলিত অনেক এলাকায় বিদ্যুৎ নেই। মোবাইল টাওয়ারও অচল হয়ে পড়েছে। কার্যত ওই সব এলাকার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হঠাৎ বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরওপানিতে তলিয়ে গেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জানান, দেশের বন্যাকবলিত জেলা ১০টি। আর প্রায় ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। বন্যায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, ২৪ পদাতিক ডিভিশন এবং ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছে। এ ছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে সেনাবাহিনীর ৫টি চিকিৎসা দল সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনী এখন পর্যন্ত প্রায় ৬ হাজার বন্যাদুর্গত মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে। পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে।

বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই পযৃন্ত ৮ জন মারা গেছে। এরমধ্যে কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে দুই জন, ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছে। পানির তোড়ে ভেসে যাওয়া কক্সবাজারে দুইজন নিখোঁজ রয়েছে।