ভোটের ২০ দিন পর ব্যালট উদ্ধার. প্রিসাইডিং কর্মকর্তাকে শোকজ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনের ২০ দিন পর একটি ভোটকেন্দ্র থেকেদুই হাজার ১০০ ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ মে) আকলাস শিবপুর শ্যামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।
আরও পড়ুন : হত্যা করে ফেলা হলো মেঘনায়, রক্তাক্ত মরদেহ মিলল সন্দ্বীপে
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ও সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহমেদ সাকিবকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট চলতি মাসের ৮ মে ক্ষেতলাল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক।