ভোটের একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন প্রথম ধাপের ৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোটের একদিন আগে এই উপজেলার সব পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার (৬ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী ছালেহা বেগম তার মনোনয়ন বৈধের জন্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। পরে হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করে ২৫ এপ্রিল তাকে প্রতীক বরাদ্দের জন্য নির্দেশ দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করে ইসি। আপিলে তার মনোনয়নের বিষয়ে সোমবার (৬ মে) নো অর্ডার প্রদান করেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আদেশের ফলে নাঙ্গলকোট উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করা হলো।
জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান এ বিষয়ে বলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি মেইলে পেয়েছি। এরপর রাত ১১টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।