ভালুকা সাংস্কৃতিক ফোরামের আহবায়ক কমিটি গঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
ভালুকা সাংস্কৃতিক ফোরামের আলী আহসান কবিরকে আহবায়ক ও আশিকুর রহমান শ্রবনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সংগঠনের স্বার্থে বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সারগাম কালচারাল একাডেমিতে ভালুকা সাংস্কৃতিক ফোরামের এক জরুরি সাধারণ পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে ফোরামের কার্যকরী কমিটি বিলুপ্ত করা হয় |
সংগঠন পরিচালনার স্বার্থে কমিটি বিলুপ্তির পর ভালুকা সংগীত বিদ্যালয়ের পরিচালক গীতিকার ও সুরকার বাংলাদেশ টেলিভিশনের আলী আহসান কবির কে আহ্বায়ক এবং সপ্তসুর সংগীত বিদ্যালয়ের নির্বাহী পরিচালক ও কন্ঠ শিল্পী বাংলাদেশ টেলিভিশনের আশিকুর রহমান শ্রাবণকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় |
আহবায়ক কমিটির অন্যান্যেরা হলেন যুগ্ম আহবায়ক সারগাম কালচারাল একাডেমির সভাপতি ত,ম ওসমান গনি তুহিন, সদস্য দোলনচাঁপা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক জয়া চক্রবর্তী ও লালন সাঁই সংগীত একাডেমির সভাপতি মৌলাদ হোসেন। এ সময় ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
সুষ্ঠুভাবে সংগঠন পরিচালনার স্বার্থে ভালুকা সাংস্কৃতিক ফোরাম বাঙালী সংস্কৃতি কে এগিয়ে নেয়ার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ |