সংবাদ শিরোনাম ::
ভারত পালানোর সময় রাসিকের হিসাবরক্ষক নিজামুল আটক
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় তিন লাখ ৩১ হাজার টাকাসহ রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হুদাকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে সোনামসজিদ ইমিগ্রেশন পার হয়ে বিজিবি’র তল্লাশীকেন্দ্র থেকে তাকে আটক করা হয়েছে।
রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশি ৩লাখ ৩১হাজার টাকাসহ রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নিজামুল হুদাকে আটক করা হয়েছে।
আটককৃত নিজামুল হুদার পিতার নাম মোঃ সাইদুর রহমান। রাজশাহী উপ শহর হাউজিং এষ্টেটে তার বাড়ি।