ভাইয়ের হাতে ভাই খুন
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন (৩০) উপজেলার চেইন্দা খোন্দকারপাড়ার নুরুল হকের ছেলে।
মিঠাছড়ি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছুরুত আলম জানান, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে পাশের বাজারে একজন লোকের সাথে নেশাগ্রস্ত অবস্থায় ঝগড়া হয় আলী হোসেনের। ঝগড়ার এক পর্যায়ে আলী হোসেনের বড় ভাই এসে সমাধান করে দিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরে ক্ষিপ্ত হয়ে রাত আনুমানিক সাড়ে ১১টায় বাড়ি থেকে ধারালো দা দিয়ে তার বড় ভাই বাবুল হোসেনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আলী হোসেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক আলী হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।