ভাইজানের বিয়ে না করার কারণ জানালেন বাবা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
বলিপাড়ার সব বিয়েতে হাজির থাকলেও, সালমান খান বিয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। বয়স ৫৮। বলিউড ভাইজানের কোনো ভ্রুক্ষেপ নেই। অন্যদিকে, সালমানের অনুরাগীরা অধীর অপেক্ষায় তার বিয়ে দেখার জন্য।
সালমান খান তার বিয়ে নিয়ে কখনোই কিছু বলেন না। তবে এবার ছেলের বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা সেলিম খান। তার কথায়, সালমান খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে বিয়ে করতে ভয় পায়। সালমান মনে করেন, কোনো মেয়ে তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না।
তিনি আরও বলেন,সালমান চায়, যে মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি ভালোবাসা রাখে। যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে আজকাল পাওয়া খুবই কঠিন। এজন্যই সালমান বিয়ে করছে না।
উল্লেখ্য, অনেকেরই জানা রোমানিয়ান মডেলের সাথে বেশ কিছুদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন সালমান। অনেকে আবার ভেবেই নিয়েছিলেন লুলিয়া ভান্তুরের সাথেই গাঁটছড়া বাঁধবেন। কিন্তু কয়েক বছর আগে সালমান নিজেই জানিয়ে ছিলেন ‘বিয়ে করবেন না’।