ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্য দূরীকরনে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

মোঃ রুহুল আমীন, আত্রাই (নওগাঁ)
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর আত্রাইয়ে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের ব্যানারে উপজেলা ফটোকের সামনে এ মানববন্ধন করা হয়।

এতে উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষক অংশ নেয়। মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হামিদুর রহমান বিপ্লব, সাধারন সম্পাদক বেলাল উদ্দিন সাহ, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আজিম উদ্দিন সরদার, আব্দুল জলিল, আফজাল হোসেন, অমরেন্দ্র নাথ সাহা, রফিকুল ইসলাম, মাদ্রাসা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা দেশের ৯৭ শতাংশ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি উল্লেখ করে বলেন, আমরা একই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষক-কর্মচারি এবং একই পাঠ্য বই পড়িয়ে বোর্ডের আওতায় পরীক্ষা গ্রহণ করি। অথচ সরকারি ও বেসরকারি শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদায় বৈষম্যের কারনে শিক্ষার গুনগত মানে অন্তরায় পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে মাধ্যমিক শিক্ষাস্তর জাতীয় করনের দাবি জানানো হয়।

এছাড়া, মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের পদায়ন করলে অনভিজ্ঞতার কারনে প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপারদের কাজে জটিলতা সৃষ্টি হবে উল্লেখ করে উপজেলা, জেলা, অঞ্চল ও অধিদপ্তরে ৩১ বছর অভিজ্ঞতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভুক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে পদোন্নতি ও পদায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর হাতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৈষম্য দূরীকরনে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

নওগাঁর আত্রাইয়ে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পরিবারের ব্যানারে উপজেলা ফটোকের সামনে এ মানববন্ধন করা হয়।

এতে উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষক অংশ নেয়। মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হামিদুর রহমান বিপ্লব, সাধারন সম্পাদক বেলাল উদ্দিন সাহ, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আজিম উদ্দিন সরদার, আব্দুল জলিল, আফজাল হোসেন, অমরেন্দ্র নাথ সাহা, রফিকুল ইসলাম, মাদ্রাসা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা দেশের ৯৭ শতাংশ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি উল্লেখ করে বলেন, আমরা একই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষক-কর্মচারি এবং একই পাঠ্য বই পড়িয়ে বোর্ডের আওতায় পরীক্ষা গ্রহণ করি। অথচ সরকারি ও বেসরকারি শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদায় বৈষম্যের কারনে শিক্ষার গুনগত মানে অন্তরায় পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে মাধ্যমিক শিক্ষাস্তর জাতীয় করনের দাবি জানানো হয়।

এছাড়া, মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের পদায়ন করলে অনভিজ্ঞতার কারনে প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপারদের কাজে জটিলতা সৃষ্টি হবে উল্লেখ করে উপজেলা, জেলা, অঞ্চল ও অধিদপ্তরে ৩১ বছর অভিজ্ঞতা সম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভুক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে পদোন্নতি ও পদায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর হাতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি তুলে দেওয়া হয়।