‘বুধ-বৃহস্পতিবার বিচারকাজ চলবে’
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
আগামীকাল (বুধবার) এবং বৃহস্পতিবার (৫ জুলাই) আদালতের কার্যক্রম চলবে। এ কথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে এই ত্য জানানো হয়েছে। তাতে বলা হয়, আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতে উল্লেখিত দুইদিন বিচারকাজ চলবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে তাণ্ডব শুরু হয়। এরপর শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরমধ্যে রোববার কোটা সংস্কার করে রায় দেন আপিল বিভাগ।
ববার (২১ জুলাই) থেকে মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তারপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।
এ ধারাবাহিকতায় বুধবার (২৪ জুলা্ই) ও বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকাসহ আশপাশের ৪ জেলায় কারফিউ শিথিল থাকবে। এ ছাড়া অন্যজেলাগুলোর সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।
অন্যদিকে, বুধবার (২৪ জুলাই) থেকে সরকারি-বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪ ঘণ্টা করে সব বাণিজ্যিক ব্যাংকও খোলা থাকবে।