বিমান ভাড়া বাড়ছে সিলেট রুটের ওমরা যাত্রীদের
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
ওমরা পালনে যাত্রীদের সিলেট রুটে বিমান ভাড়া বাড়ছে, এ খবরে হজ্জ্ব যাত্রীদের মধ্যে আলোচনা ঝড় উঠেছে। ওমরাহ শুরু উপলক্ষে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে সিলেট- জেদ্দা-সিলেট রুটের ওমরাহ ফেয়ার (নির্ধারণ) করা হয়েছে এক লাখ সাত হাজার টাকা।
সোমবার (২৪ জুন) গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম (জিডিএস)-ভাড়া আপলোড করা হয়। ভাড়া বাড়ার চাপ ওমরাহ যাত্রীদের ওপর পড়বে । এভিয়েশন খাতের সাথে সংশ্লিষ্টরা এমনটা জানিয়েছেন।
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), সিলেট চ্যাপ্টারের সভাপতি রেজওয়ান আহমদ জানিয়েছেন, সিলেট থেকে প্রতি বছর ১৫ থেকে ২০ হাজার মানুষ ওমরাহ পালনে যায়। এবছর বিমান ভাড়া বাড়ানো হয়েছে। গত বছর যেখানে বিমান ভাড়া ৮০-৯০ হাজার টাকা ছিলো,এছর তা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার টাকা করা হয়েছে।
তিনি আরও জানান, গত বছর সিলেট থেকে সরাসরি ওমরাহ’র প্যাকেজ ছিল এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ২৫ হাজার টাকা। বিমান ভাড়ার বেড়ে যাওয়ায় এই প্যাকেজ সর্বনিম্ন এক লাখ ৪৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে পড়বে।