সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে পোশাক খুলে ফেললেন উরফি!
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
সোশাল মিডিয়ায় ভাইরাল হতে অনেক কিছুই করেন উরফি জাভেদ। নিত্যনতুন ফন্দিও আঁটেন তিনি। বিমানবন্দরে পৌঁছে, হঠাৎ সেখানেই পোশাক খুলে ফেললেন।
বিমানবন্দরে হালকা পিঙ্ক রঙের গাউনে এসেছিলেন উরফি। হঠাৎ সেই গাউন খুলে লাল টিশার্ট আর হাফ প্যান্টে পড়েন উরফি। বিমানবন্দরের গেটে সবার সামনে উরফির এমন কাণ্ডে নেটপাড়ায় হইচই।
খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন উরফি। কখন কী কাণ্ড করেন তা নিয়ে উৎসাহের অন্ত নেই। অনেকেই উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন। তবে বেশিরভাগই তার খোলামেলা পোশাকের বিরুদ্ধে। আবার অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি করেন। তবে সেসব নিয়ে মাথা ঘামাননা উরফি।