ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলের একাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৪ অক্টোবর)। এর আগে দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিলো। তাতে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়। এবার প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। রোববার (১৩ অক্টোবর) তাদের তালিকাও প্রকাশ্যে এলো।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে ২০ জন ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ৩৮ ক্রিকেটারের মূল্য ৫০ হাজার ডলার। আর ‘সি’ ক্যাটাগরি ৬৬ জনের ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ১৩৫ জন ক্রিকটারের ভিত্তিমূল্য ২৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা ১৮১ ক্রিকেটারের ১৫ হাজার ডলার করে ভিত্তিমূল্য ধরা হয়েছে।

ক্যাটাগরি-‘এ’ তে রয়েছে-পিটার সিডল, ডেভিড মালান, জশ লিটল, লুইস গ্রেগোরি, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, কার্লোস ব্রাথওয়েট, জর্জ মানসি, শেন ডওরিচ, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।

ক্যাটাগরি- ‘বি’ তে রয়েছে: চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, কাসুন রাজিথা, কেভন কুপার, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানা, ওশান থমাস, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, ইমাম-উল হক, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, সাদিরা সামারাবিক্রমা।

ক্যাটাগরি- ‘সি’ তে রয়েছে: রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ,চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, ক্রিস্টোফার এমপোফু, উমর আকমল, রায়াদ এমরিট, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার।

‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা বড় নামের কিছু ক্রিকেটার হলো-সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, কেনার লুইস, ক্রেইগ আরভিন, রোহান মোস্তফা, জর্জ ডকরেল, ইয়ানিক কারিয়াহ, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কলিম সানা, স্টিভেন টেলর, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন।

উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরু হবে। যার জন্য চূড়ান্ত হয়েছে ৭টি ফ্র্যাঞ্চাইজি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

বিপিএলের একাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৪ অক্টোবর)। এর আগে দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিলো। তাতে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়। এবার প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। রোববার (১৩ অক্টোবর) তাদের তালিকাও প্রকাশ্যে এলো।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে ২০ জন ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ৩৮ ক্রিকেটারের মূল্য ৫০ হাজার ডলার। আর ‘সি’ ক্যাটাগরি ৬৬ জনের ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে থাকা ১৩৫ জন ক্রিকটারের ভিত্তিমূল্য ২৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা ১৮১ ক্রিকেটারের ১৫ হাজার ডলার করে ভিত্তিমূল্য ধরা হয়েছে।

ক্যাটাগরি-‘এ’ তে রয়েছে-পিটার সিডল, ডেভিড মালান, জশ লিটল, লুইস গ্রেগোরি, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, কার্লোস ব্রাথওয়েট, জর্জ মানসি, শেন ডওরিচ, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।

ক্যাটাগরি- ‘বি’ তে রয়েছে: চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, কাসুন রাজিথা, কেভন কুপার, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানা, ওশান থমাস, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, ইমাম-উল হক, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, সাদিরা সামারাবিক্রমা।

ক্যাটাগরি- ‘সি’ তে রয়েছে: রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ,চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, ক্রিস্টোফার এমপোফু, উমর আকমল, রায়াদ এমরিট, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার।

‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা বড় নামের কিছু ক্রিকেটার হলো-সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, কেনার লুইস, ক্রেইগ আরভিন, রোহান মোস্তফা, জর্জ ডকরেল, ইয়ানিক কারিয়াহ, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কলিম সানা, স্টিভেন টেলর, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন।

উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরু হবে। যার জন্য চূড়ান্ত হয়েছে ৭টি ফ্র্যাঞ্চাইজি।