ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে দল পেলেন না যারা

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ। ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদের ভাগ করা হয় পাঁচ ক্যাটাগরিতে। আর ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়কে ভাগ করা হয় ৬ ক্যাটাগরিতে। দল গঠনের কাজ এগিয়ে নিয়েছে বিপিএলের ৭ ফ্রাঞ্চাইজি। এর আগে অবশ্য ৩ জন করে ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। যদিও এখনো সুযোগ রয়েছে চাইলে ফ্রাঞ্চাইজিগুলো আরও ক্রিকেটার নিতে পারবে।

তবে বোরের ড্রাফটে তেমন চমক নেই। আলোচনায় থেকেও দল পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এরমধ্যে অন্যতম মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, মুমিনুাল হক সৌরভ, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দল পেতে অপেক্ষা করতে হয়।

গত বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন সৈকত। একটা সময় বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা হিসেবে উচ্চারিত হয় মোসাদ্দেক নাম। এবার তিনি দলই পাননি। শুভাগত হোম চৌধুরীর ক্ষেত্রেও একই ঘটনা। গত বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্পিন বোলিং পাশাপাশি ব্যটিংয়েও বেশ কার্যকারী শুভাগত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার। কিন্তু ড্রাফট থেকে তাকে কিনেনি কোনো দল।

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ গত বিপিএলেও দল পাননি। এবারও মুমিনুলকে কিনলো না কোনো দল। অবশ্য গত আসরে ড্রাফট শেষে সরাসরি চুক্তিতে মুমিনুলকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। যদিও এক ম্যাচের বেশি একাদশে ছিলেন না তিনি।

তরুণ পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও কেউ কেনেনি। দল পাননি স্পিনার নাজমুল ইসলাম অপু, ফজলে মাহমুদ রাব্বিও। এবারের বিপিএল মাঠে গড়াবে আগামী ২৭ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপিএলে দল পেলেন না যারা

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ। ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদের ভাগ করা হয় পাঁচ ক্যাটাগরিতে। আর ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়কে ভাগ করা হয় ৬ ক্যাটাগরিতে। দল গঠনের কাজ এগিয়ে নিয়েছে বিপিএলের ৭ ফ্রাঞ্চাইজি। এর আগে অবশ্য ৩ জন করে ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। যদিও এখনো সুযোগ রয়েছে চাইলে ফ্রাঞ্চাইজিগুলো আরও ক্রিকেটার নিতে পারবে।

তবে বোরের ড্রাফটে তেমন চমক নেই। আলোচনায় থেকেও দল পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এরমধ্যে অন্যতম মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, মুমিনুাল হক সৌরভ, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দল পেতে অপেক্ষা করতে হয়।

গত বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন সৈকত। একটা সময় বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা হিসেবে উচ্চারিত হয় মোসাদ্দেক নাম। এবার তিনি দলই পাননি। শুভাগত হোম চৌধুরীর ক্ষেত্রেও একই ঘটনা। গত বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দিয়েছেন তিনি। স্পিন বোলিং পাশাপাশি ব্যটিংয়েও বেশ কার্যকারী শুভাগত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার। কিন্তু ড্রাফট থেকে তাকে কিনেনি কোনো দল।

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ গত বিপিএলেও দল পাননি। এবারও মুমিনুলকে কিনলো না কোনো দল। অবশ্য গত আসরে ড্রাফট শেষে সরাসরি চুক্তিতে মুমিনুলকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। যদিও এক ম্যাচের বেশি একাদশে ছিলেন না তিনি।

তরুণ পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকেও কেউ কেনেনি। দল পাননি স্পিনার নাজমুল ইসলাম অপু, ফজলে মাহমুদ রাব্বিও। এবারের বিপিএল মাঠে গড়াবে আগামী ২৭ ডিসেম্বর।