বিজয়া দশমী আজ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ রোববার (১৩ অক্টোবর) শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। যদিও শনিবার (১২ অক্টোবর) দশমী পূজা হয়। কিন্তু বিসর্জন করা হবে রোববার। এ বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। আর দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়।
এদিকে, বিসর্জন উৎসবমুখর ও নির্বিঘ্নের লক্ষ্যে সারা দেশে বিশেষ নিরাপত্তা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দশমীর শোভাযাত্রা ও বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইমসিন টিম ও সোয়াত টিম।
বিসর্জন শোভাযাত্রার সম্ভাব্য রুটগুলো হলো-ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হয়ে পলাশী মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ হেডকোয়ার্টার্স-নগর ভবন-গোলাপশাহ মাজার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্তান-নবাবপুর লেভেল ক্রসিং-নবাবপুর রোড-মানসী হল ক্রসিং-রথখোলার মোড়-রায়সাহেব বাজার মোড়-শাঁখারিবাজার-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সদরঘাট বাটা ক্রসিং-পাটুয়াটুলি মোড়/সদরঘাট টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাট গিয়ে শেষ হবে।
চলতি বছর সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়। এদিকে টানা ৪ দিনের সরকারি ছুটি উৎসবের আমেজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সরকার নির্বাহী আদেশে আগামী বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়। নির্বিঘ্নে পূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
এর আগে, বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের দুর্গাপূজা।