বিএনপি নেতা মুনসুরসহ সব আসামীদের মুক্তির দাবী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
রাজশাহীর আলোচিত শাহেন শাহ্ হত্যা মামলার প্রধান আসামি রাসিক ১নং ওর্য়াডের তিন বারের নির্বাচিত কাউন্সিলর বিএনপি নেতা মুনসুর রহমানসহ সকল আসামীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী কোর্ট শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল শেষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পূর্বে ১নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে রায়পাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট শহীদ মিনার চত্বরে আসেন। এরপর শহীদ মিনারের তারা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মিছিল ও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ.কে.এম রবিউল করিম, ইমাম জাকীর হেসেন, এডভোকেট রকি, এলাকাবাসী মাসুম, সাদ্দাম, মোজাহার হোসেন, সম্রাট, সুমন, মোহন, জনি, সেলিম, রানা, মনোয়ারা খাতুন, তানিয়া কাতুন, নুরুল ইসলাম নুর, মুনসুর এর ছেলে রাফি, আব্দুল ওয়াদুদ বাবলু, শাহেবজাদা, শামীম রেজা, বদরুদ্দোজা বদও, মাহুফুজ আলম, আলিম রেজা, রংলাল, হাসান আলী, বখতিয়ার রানা, হিরা, জোসনা, কোরবান আলী, মঞ্জু, সাইফুল ও জহুরুল। এছাড়াও মিছিল ও মানববন্ধনে ১নং ওয়ার্ডের দমমত নির্বিশেষে সর্বোস্তরের স্থানীয় জনগণ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ শতশত নারী পুরুষ অংশগ্রহন করেন।
উল্লেখ্য মামলার বিবরনী থেকে জানা যায় ২০১৩ সালের ২৮ আগস্ট শাহেন শাহ হত্যাকান্ডের জন্য বাদীপক্ষ রাজনৈতিক ফায়দা লুটতে এই মিথ্যা মামলা দায়ের করেন।