রংপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘বিএনপি-জামায়াত নারকীয় তান্ডব চালিয়েছে’
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আন্দোলনে দুইজন সাংবাদিক শাহাদত বরন করেছেন। একজন মহিলা সাংবাদিক তার শালীনতা হারিয়েছেন। তিনি এখন ট্রমাটাইজ হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন। এখনো নিজের জীবনকে বিপন্ন করে সংবাদের জন্য কাজ করছেন এ জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বৃহসপতিবার (২৫ জুলাই) দুপুরে রংপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে মনে হচ্ছে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় পেট্রোল দিয়ে অগ্নি সংযোগ না করে করে গান পাউডার ব্যাবহার করেছে।
তিনি বলেন, গত ১৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সারা বাংলাদেশে যে তান্ডব হয়েছে রংপুরে সেই তান্ডব থেকে বাদ যায়নি। বরং অনেক জেলার চাইতে বেশী হয়েছে।
মন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ দল বিশেষ উদ্দেশ্যে নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য স্বাধীনতা বিরোধী চক্র যারা দেশে জঙ্গির উত্থান ঘটিয়েছিলো। সেই জামায়াত-বিএনপি জঙ্গিদের নিয়ে এবারও রাষ্ট্রকে পুরোপুরি অকার্যকর করার জন্য কাজ করেছে। তারা কোটা বিরোধী আন্দোলনে তারা কৌশলে যুক্ত হয়ে সংপৃক্ত হয়ে নারকীয় তান্ডব চালিয়েছে।
তিনি আরও বলেন, রংপুরে তারা যে নারকীয় তান্ডব চালিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়ে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। পুলিশের গাড়ি সহ বিশ্ববিদ্যালয়ের অনেক গুলো গাড়ি জালিয়ে দিয়েছে মালামাল লুট করেছে। উপাচার্য তার পরিবার সহ ২০জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার চেষ্টা করেছে। মেট্রোপলিটান তাজহাট থানায় আক্রমন করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। রংপুর মহানগর ও আওয়ামী লীগ , ছাত্রলীগ, যুবলীগ শ্রমিক লীগ অফিস জালিয়ে দিয়েছে। মেট্রোপলিটান পুলিশের ডিসি ডিবি ডিসি ক্রাইম , নবাবগজ্ঞ পুলিশ ফাঁড়ি , ধাপ পুলিশ ফাঁড়ি জালিয়ে দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হুশিয়ারী উচ্চারন করে বলেন, অপরাধী তাদের গড ফাদার , অর্থের জোগানদাতা কাউকেই আমরা ছাড়বোনা। তিনি জনগনের সহযোগীতা চেয়ে বলেন আসুন আমরা সকলে মিলে ওদের চিহ্নিত করে প্রতিহত করবো এবং তাদের বিচারের মুখোমুখি করবো।
কার্ফু প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেনাবাহিনী মাঠে নেমেছে বিজিবি , পুলিশ সকলে মিলে জনগনকে নিরাপত্তা দেবার জন্য কাজ করছে। সার্বিক পরিস্থিতি ক্রমান্ময়ে উন্নতী হচ্ছে। আমরা কার্ফুর সময় নিয়ে প্রতিদিনই বৈঠক করছি। আগামীকাল সময় কত কমানো যায়। তবে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেলে কাফুর আর প্রয়োজন হবেনা।
এর আগে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে রংপুর শিল্প কলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের এমপি নাসিমা জামান ববি, সাবেক বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি, জেলা প্রশাসক মোবাশে^র হাসান সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।