‘বিএনপি-জামায়াত সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে’
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামাজিক মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলাম সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে। গায়ে পরে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে বাংলাদেশের নেই।
কাদের আওর বলেন, বিএনপিতে কোনো গণতন্ত্রের চর্চা নেই। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে বিএনপি নেতাদের দলের বিভিন্ন পদ দেয়া হচ্ছে। গণতন্ত্র চর্চায় বিএনপি উদাসীন।
রোববার (১৬ জুন) রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সীমান্তে কঠোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেন্টমার্টিনের আশপাশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। সেখানে দায়িত্বরত বাহিনীর সদস্যরা নজরদারি অব্যাহত রেখেছেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, কারও গায়ে পড়ে আমাদের যুদ্ধ বাঁধানোর ইচ্ছা নেই। মিয়ানমারের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারব।