বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টার আগমনে ইসলামপুরে গণসংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদের সচিব এ, এস,এম আব্দুল হালিমকে সংবর্ধণা দেওয়া হয়েছে । শনিবার (২৪ আগস্ট) জামালপুরে ইসলামপুরে বিএনপি’র নেতাকর্মী ও জনতা তাকে সংবর্ধনা দেন।
এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে গণ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা সাবেক মন্ত্রি পরিষদের সচিব এ,এস, এম আব্দুল হালিম। তিনি ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে বলেন, শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।
আওয়ামী লীগ দল একটা বড় দল শেখ হাসিনা সহ তার মন্ত্রীরা যে সকল দুর্নীতি করেছে, দেশটা অনেক পিছিয়ে নিয়ে গেলো। দুর্নীতির একটা নীতি আছে,আওয়ামী লীগ সরকার যে দুর্নীতি করেছেন তাদের মাঝে কোন নীতি নেই।
পৌর বিএনপি সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এতে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খাঁন বিপুল ,সহ সভাপতি মো আউয়াল খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাদা মিয়া, শ্রম সম্পাদক মিন্টু,সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।